Header Ads

ডাউনলোড করুন বিশ্বমানের একটি অসাধারন সফটওয়্যার,আর উপভোগ করুন সত্যিকারের মাল্টিমিডিয়ার মজা!!!


পোস্টের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরন করছি সেই সকল ভাষা শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। আমি আজকের পোস্টটি করছি সারাবিশ্বে জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার নিয়ে। প্লেয়ারটির নাম Cyberlink Power DVD Ultra v12. কিছুদিন আগে Release হওয়া এর নতুন ভারশনটিতে রয়েছে 2D Video কে 3D করে দেখার মত special ফিচার (যাদের LED/LCD মনিটর এবং 3D Glass আছে, তারা এ ফিচারটি ব্যবহার করে “দুধের সাধ ঘোলে মেটাতে” পারেন)। এর ফটো Play করার style টি আমার কাছে ফাটাফাটি লেগেছে। কেননা এটিতে পিয়ানোর একটি মিউজিক ব্যবহার করে খুব সুন্দর একটি style এ ফটো view করার ফিচারটি রয়েছে। এছাড়া Developer-রা তাদের review তে এটিকে নম্বর ওয়ান Blue-Ray Player হিসাবে দাবি করেছে। সফট্ওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-
যারা বিনা পয়সায় সফট্ওয়্যারটির Full version উপভোগ করতে চান তারা সফট্ওয়্যারটি Crack করে ব্যবহার করতে পারেন।(তবে যাদের কেনার ability আছে তারা অবশ্যই কিনে ব্যবহার করবেন।) Crack পেতে এখানে ক্লিক করুন-
এখানে সবাইকে জানিয়ে রাখা ভাল, সফট্ওয়্যারটি অনেক ভারী বলে মনে হয়েছে আমার কাছে। Low Configuration-এর Computer গুলোতে এ সফট্ওয়্যারটি ব্যবহার না করাই better হবে।
সবশেষে সবার শুভ কামনা করে আমার এ পোস্টটি এখানেই শেষ করছি। আর পোস্টটি কেমন হলো comment করে জানাবেন আশা করি ।

No comments