About
আমি বর্তমানে একজন ছাত্র। আমি আমার শিক্ষা জীবন থেকে কষ্টের বেকার সময়গুলোতে টিউশন করেছি।
ছাত্র-ছাত্রীদের জন্য নোট তৈরি করতে গিয়ে অনেক রচনা,ভাবসম্প্রসারণ,প্যারাগ্রাফ,কম্পোজিশন,ডায়ালগ,স্টোরি,প্রযুক্তি,সাধা-রণ জ্ঞান বিষয়ক তথ্যাবলি টাইপ করেছি। সেই সকল নোটগুলো এই সময়ে এসে ভাবলাম অনলাইনে দিয়ে দিই যদি কারো কাজে লাগে তাই।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি এই ব্লগের নাম কেনো StudyTour দিলাম? আসলে এই নামের পেছনে তেমন কোনো গুরুগম্ভীর ইতিহাস নেই।
আমি আমার সব নোটগুলি কম্পিউটার থেকে ডিলেট করে দিতে চেয়েছিলাম। ভাবলাম কি দরকার এগুলো রেখে? আমার কাছে তখন মনে হলো এগুলো কম্পিউটারে থাকা মানেই আবর্জনা।তখন কেনো যেনো আমার মায়া হলো এগুলোর প্রতি। কত রাত জেগে টাইপ করেছি,কত সময় এগুলোর পেছনে দিয়েছি। এক ক্লিকেই সব ডিলেট করে দিবো! তখনই মাথায় এলো এই আবর্জনাগুলো যদি অনলাইনে রেখে দিই,যদি কারো কাজে লাগে তো খুঁজে নিবে। তাই StudyTour নাম দিয়ে ব্লগ খুললাম আর সব নোটগুলো এখানে রেখে দিলাম আপনাদের জন্য।
আমি জ্ঞান শেয়ার করাতে বিশ্বাসী।আমি মনে করি নিজে যা জানি বা নিজের কাছে যে নোটগুলো আছে তা যদি অন্যের মাঝে শেয়ারকরি তবে নিজের জ্ঞানতো কমেই না বরং বাড়ে।এই ভাবে সবাই যদি নিজের নোটগুলি সেমিস্টার শেষে শেয়ার করি তবে তাদেরপরবর্তীতে আসা ছোট ভাই-বোনরা তা থেকে কতটা উপকৃত হয় তা কল্পনাও করা যায় না।তাই আসুন আমরা সবাই নিজের জ্ঞান শেয়ার করি।
আশা করি সবাই যদি পাশে থাকেন তবে আমি এই ব্লগকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।এর জন্য আমি সকলের নিকট দোয়াপ্রার্থী।
No comments