Header Ads

১০০টি সাম্প্রতিক সাধারণজ্ঞান



১.বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উঃ-৪,৫৭১টি।

২.বর্তমানে বাংলাদেশে পত্রিকার সংখ্যা কতটি?
উঃ-৩,১১২টি।

৩.বর্তমানে বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা কতটি?
উঃ-১,২৪৮টি।

৪.মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বীর’ কোথায় অবস্থিত?
উঃ-নিকুঞ্জ গেট,ঢাকা।

৫.মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বীর’ এর নকশাকার কে?
উঃ-হাজ্জাজ কায়সার।

৬.বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট কে?
উঃ-আনিশা ফারুক।

৭.বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার কে?
উঃ-রোকিয়া আফজাল রহমান।

৮.বর্তমানে বাংলাদেশে হাওরের সংখ্যা কতটি?
উঃ-৩৭৩টি।

৯.বিশ্বে কৃষিজমি ও বনভূমি হ্রাসে শীর্ষ দেশ কোনটি?
উঃ-বাংলাদেশ।

১০.প্লাস্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-দশম।

১১.বর্তমানে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক কতটি?
উঃ-৪৮টি;এর মধ্যে স্থলভাগে ২২টি।

১২.বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক কতটি?
উঃ-২৬টি।

১৩.বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু শিবির কোথায় অবস্থিত?
উঃ-কুতুপালং কক্সবাজার,বাংলাদেশ।

১৪.বিশ্বে অর্থ পাচারে শীর্ষ দেশ কোনটি?
উঃ-চীন;বাংলাদেশ ১৯তম।

১৫.২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-১১৮তম।

১৬.সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত কে?
উঃ-সৌদি রাজকুমারী রিমা বিনতে বান্দার আল সৌদ।

১৭.“সোনালী কাবিন” এর কবি হিসেবে খ্যাত কে?
উঃ-কবি আল মাহমুদ।

১৮.কবি আল মাহমুদ মৃত্যুবরণ করেন কবে?
উঃ-১৫ ফেব্রুয়ারি,২০১৯।

১৯.৬৯তম বার্লিন চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি কোনটি?
উঃ-Synonyms.

২০.২০১৯ সালে কতজনকে একুশে পদক দেওয়া হয়?
উঃ-২১জন।

২১.২০১৮ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করে কতজন?
উঃ-৪জন।

২২.বর্তমানে বাংলাদেশে ভৌগলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
উঃ-৩টি।

২৩.বাংলাদেশের তৃতীয় GI পণ্য কোনটি?
উঃ-ক্ষীরশাপাতি আম।

২৪.ইলিশের ষষ্ঠ অভয়াশ্রমের আয়তন কত?
উঃ-৩১৮ বর্গকিলোমিটার।

২৫.ব্যাবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উঃ-৬ষ্ঠ।

২৬.বর্তমানে বাংলাদেশে নদীবন্দর কতটি?
উঃ-৩৩টি।

২৭.বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ কত?
উঃ-২০৪ ডলার বা ১৭,১৩৬ টাকা।

২৮.মৌসুমী ফুল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উঃ-১০ম।

২৯.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উঃ-১০৫টি।

৩০.বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-৪১তম।

৩১.মেসিডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম কি?
উঃ-মেসিডোনিয়া প্রজাতন্ত্র।

৩২.গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট কে?
উঃ-ফেলিক্স শিসেকেদি।

৩৩.যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম বিচারপতি কে?
উঃ-হালিম ধানিদিনা।

৩৪.বাংলাদেশের কৃষিপণ্য কতটি দেশে রপ্তানি হয়?
উঃ-১২১টি।

৩৫.চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উঃ-নবম।

৩৬.বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?
উঃ-১৬৬টি।

৩৭.গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-পঞ্চম।

৩৮.সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ-তৃতীয়;উৎপাদনে ২১তম।

৩৯.নিউমোনিয়া ঝুঁকিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-পঞ্চম।

৪০.সম্প্রতি বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে কার সাথে?
উঃ-নেপালের সাথে।

৪১.বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে কয়টি দেশের সাথে?
উঃ-৩৫টি।

৪২.বাংলাদেশের বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে?
উঃ-১৬টি।

৪৩.আউশে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম কি?
উঃ-জিবিকে হাইব্রিড ধান-২।

৪৪.২০১৯ সালে ‘গণিতের নোবেল’ হিসেবে খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উঃ-মার্কিন নারী গণিতজ্ঞ কারেন কেসকুলা উহলেনবেক।তিনি অ্যাবেল পুরস্কারজয়ী প্রথম নারী।

৪৫.২০১৮-১৯ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উঃ-১,৯০৯ মার্কিন ডলার।

৪৬.বাংলাদেশে নিযুক্ত ভারতের দ্বিতীয় নারী ও বর্তমান হাইকমিশনার কে?
উঃ-রিভা গাঙ্গুলি দাস।

৪৭.বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ১৫তম ও বর্তমান হাইকমিশনার কে?
উঃ-রবার্ট চ্যাটার্টন ডিকসন।

৪৮.বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কয়টি আইন চালু রয়েছে?
উঃ-৩৭৮টি।

৪৯.বাংলাদেশের প্রথম পাতাল রেল কোথায় হবে?
উঃ-বিমানবন্দর-কমলাপুর রুটে।

৫০.বাংলাদেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ কত হবে?
উঃ-১৯.৮৭ কিলোমিটার।

৫১.বাংলাদেশের ইলিশ অধ্যুষিত জেলা কতটি?
উঃ-৩৬টি।

৫২.‘ জাগ্রত ৭১’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
উঃ-দামপাড়া পুলিশ লাইন,চট্টগ্রাম।

৫৩.মুক্ত মঞ্চ ‘স্বাধীনতা সোপান’ কোথায় অবস্থিত?
উঃ-সাঁথিয়া,পাবনা।

৫৪.শেখহাসিনা নকশিপল্লি কোথায় অবস্থিত?
উঃ-জামালপুর।

৫৫.“The Marriage Contract” এবং “Exhale” নামক গ্রন্থ দুটির লেখক কে?
উঃ-বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারা আহমেদ।

৫৬.বর্তমানে বাংলাদেশে মোট পাটকল কতটি?
উঃ-৩১৪টি;সরকারি ৩৩টি ও বেসরকারি ২৮১টি।

৫৭.বাংলাদেশের একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কি?
উঃ-গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)।

৫৮.বাংলাদেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি ও কি কি?
উঃ-৬টি;তিতাস,বাখরাবাদ,জালালাবাদ,কর্ণফুলী,সুন্দরবন ও পশ্চিমাঞ্চলম

৫৯.বাংলাদেশের বৃহত্তম গো-চারণভূমি কোথায় অবস্থিত?
উঃ-সিরাজগঞ্জের শাহজাদপুরে;আয়তন ১২০০ একর।

৬০.বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
উঃ-ডেভিড ম্যালপাস।

৬১.যুক্তরাষ্ট্র বর্তমানে কতটি দেশকে GSP সুবিধা দেয়?
উঃ-১২০টি।

৬২.মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল কর্তৃক দখলকৃত গোলান মালভূমির উপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় কবে?
উঃ-২৫ মার্চ,২০১৯।

৬৩.বিশ্বের শীর্ষ কিসমিস উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ-তুরস্ক।

৬৪.ভারতের প্রথম লোকপাল কে?
উঃ-সাবেক বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ।

৬৫.United Nations Decade on Ecosystem Restoration ঘোষণা করা হয় কোন সময়কে?
উঃ-২০২১-২০৩০ সাল।

৬৬.আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল কখন?
উঃ-২০১৯ সাল।

৬৭.ষষ্ঠ আদমশুমারি কবে অনুষ্ঠিত হবে?
উঃ-২০২১ সালে।

৬৮.পরিসংখ্যান আইন ২০১৩ অনু্যায়ী,আদমশুমারির নতুন নাম কী হবে?
উঃ-জনশুমারি।

৬৯.রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কার নামানুসারে?
উঃ-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের নামে।

৭০.বাংলাদেশে গড় মাসিক মজুরি কত টাকা?
উঃ-১২,০১৬ টাকা।

৭১.‘বাংলাদেশের সুইজারল্যান্ড’ নামে খ্যাত কোন জায়গা?
উঃ-টেকেরঘাট,তাহিরপুর,সুনামগঞ্জ।

৭২.সুনামগঞ্জের পূর্ব নাম কী?
উঃ-ষোলশহর।

৭৩.‘নীলাদ্রি লেক’ কোথায় অবস্থিত?
উঃ-টেকেরঘাট,তাহিরপুর,সুনামগঞ্জ।এর অপর নাম ‘শহীদ সিরাজ লেক’।

৭৪.বাংলা একাডেমী প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
উঃ-দৌলত উজীর বাহরাম খা প্রণীত এবং আহমদ শরীফ সম্পাদিত ‘লায়লী মজনু’;প্রকাশ জুন,১৯৫৭।

৭৫.বাংলাদেশ ভূখণ্ড আয়করের আওতায় আসে কত সালে?
উঃ-১৮৬০ সালে।

৭৬.TIN ব্যবস্থার প্রবর্তন হয় কত সালে?
উঃ-১৯৯৩ সালে।

৭৭.হাওর ও চর উন্নয়ন ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উঃ-মিঠামইন,কিশোরগঞ্জ।

৭৮.বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ কোনটি?
উঃ-হৃদরোগ।

৭৯.সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ কততম?
উঃ-৫৬তম।

৮০.Comprehensive and Progressive Agreement for Trans-pacific Partnership(CPTPP) কার্যকর হয় কবে?
উঃ-৩০ ডিসেম্বর,২০১৮।

৮১.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান অঅর্থনীতিবিদ কে?
উঃ-প্রফেসর গীতা গোপীনাথ।

৮২.United States-Mexico-Canada Agreement
(USMCA) কবে,কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ-৩০ নভেম্বর,২০১৮;বুয়েন্স আয়ার্স,আর্জেন্টিনা।

৮৩.জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র‍্যাটিক ইউনিয়ন (CDU) পার্টির (চেয়ারপার্সন) বর্তমান প্রধান কে?
উঃ-আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার।

৮৪.বিশ্বে প্রথম 8-K রেজুলেশনের টিভি চ্যানেল চালু করেছে কোন প্রতিষ্ঠান?
উঃ-জাপানের টিভি সম্রচারকারী প্রতিষ্ঠান NHK।

৮৫.১৭ ডিসেম্বর ২০১৮ ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফেথাই’ নামকরণ করে কোন দেশ?
উঃ-থাইল্যান্ড।

৮৬.১ ডিসেম্বর ২০১৮ ইরানের নৌবাহিনী স্থানীয়ভাবে নির্মিত যে ষ্টীল যুদ্ধ জাহাজ উন্মোচন করে তার নাম কী?
উঃ-সাহান্দ।

৮৭.ইন্দোনেশিয়ায় ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
উঃ-পাসু জাওয়ি।

৮৮.কোন দেশে প্রথম আয়কর চালু হয় এবং কখন?
উঃ-ইংল্যান্ডে;১৭৯৮ সালে।

৮৯.‘প্রাচ্যের নিউজিল্যান্ড’ বলা হয় কোন দেশকে?
উঃ-ভুটানকে।

৯০.বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি?
উঃ-যুক্তরাষ্ট্র।

৯১.বৈশ্বিক অভিবাসন চুক্তির আনুষ্ঠানিক নাম কী?
উঃ-নিরাপদ,সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি
(Global Compact for Safe,Orderly and Regular Migration)।

৯২.বৈশ্বিক অভিবাসন চুক্তি কবে,কোথায় অনুমোদিত হয়?
উঃ-১০ ডিসেম্বর,২০১৮;মরক্কোর মারাকেশে।

৯৩.জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক অভিবাসন চুক্তি অনুমোদিত হয় কবে?
উঃ-১৯ ডিসেম্বর,২০১৮।

৯৪.বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্য কয়টি?
উঃ-২৩টি।

৯৫.২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
উঃ-ইরাক।

৯৬.২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-২৫তম।

৯৭.২০১৮ সালের বৈশ্বিক রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশ কোনটি?
উঃ-চীন।

৯৮.২০১৮ সালের বৈশ্বিক রেমিট্যান্স আহরণে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ-নবম।

৯৯.বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশ কোনটি?
উঃ-যুক্তরাষ্ট্র।

১০০.বিশ্বে শীর্ষ অভিবাসীর দেশ কোনটি?
উঃ-ভারত।

No comments