আবিষ্কার ও আবিষ্কারক
১.কম্পিউটার আবিষ্কার করেন কে?
উঃ-চালর্স ব্যাবেজ।
২.মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ-গুটেনবার্গ।
৩.উড়োজাহাজ আবিষ্কার করেন কে?
উঃ-উইলবার রাইট ও অলিভার রাইট।
৪.যুদ্ধ ট্যাঙ্ক আবিষ্কার করেন কে?
উঃ-ই. ডি. সুইনটন।
৫.ডিনামাইট আবিষ্কার করেন কে?
উঃ-অ্যালফ্রেড বার্নার্ড নোবেল।
৬.রঙিন ফটো তোলার পদ্ধতি আবিষ্কার করেন কে?
উঃ-লিপম্যান।
৭.সাবমেরিন আবিষ্কার করেন কে?
উঃ-ডেভিড বুশনেল।
৮.স্টেনলেস স্টীল আবিষ্কার করেন কে?
উঃ-হ্যারি ব্রিয়ারলি।
৯.ব্যারোমিটার আবিষ্কার করেন কে?
উঃ-ইভারজেলিস্ট টরিসেলী।
১০.হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
উঃ-ইগর সিকর্স্কি।
১১.সিনেমা প্রোজেক্টর আবিষ্কার করেন কে?
উঃ-টমাস আলভা এডিসন।
১২.মোটর সাইকেল আবিষ্কার করেন কে?
উঃ-গটলিব ডেমলার।
১৩.প্লাস্টিক আবিষ্কার করেন কে?
উঃ-জন ডব্লিউ হায়াট।
১৪.ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন কে?
উঃ-টমাস আলভা এডিসন।
১৫.বেলুন আবিষ্কার করেন কে?
উঃ-মোগলফিয়ে।
১৬.ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ-রুডলফ ডিজেল।
১৭.দিয়াশলাই আবিষ্কার করেন কে?
উঃ-জন ওয়াকার।
১৮.লিফট আবিষ্কার করেন কে?
উঃ-ই.জি.ওটিস।
১৯.সিমেন্ট আবিষ্কার করেন কে?
উঃ-হেনরী ক্রেটিয়েন।
২০.জেট ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ-ফ্র্যাঙ্ক হুইটল।
২১.রাডার আবিষ্কার করেন কে?
উঃ-টেলর ও ইয়ং।
২২.সেফটি রেজার বা ক্ষুর আবিষ্কার করেন কে?
উঃ-কে. সি. জিলেট।
২৩.টেলিভিশন আবিষ্কার করেন কে?
উঃ-জন এল. বেয়ার্ড।
২৪.টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উঃ-এইচ. লিপার্সি।
২৫.ইউরেনিয়াম ফিসন আবিষ্কার করেন কে?
উঃ-অটো হান।
২৬.ট্রানজিস্টার আবিষ্কার করেন কে?
উঃ-বার্ডিন শকলি ও ব্রাটটেইন।
২৭.আমেরিকা আবিষ্কার করেন কে?
উঃ-আমেরিগো ভেম্পুচি।
২৮.ভারতবর্ষ আবিষ্কার করেন কে?
উঃ-পপর্তুগিজ নাবিক ভাস্কো-দ্যা-গামা।
২৯.ঝরনা কলম আবিষ্কার করেন কে?
উঃ-ওয়াটারম্যান।
৩০.পারদ তাপমান যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ-জি. ডি. ফারেনহাইট।
৩১.লেজার রশ্মি আবিষ্কার করেন কে?
উঃ-গর্ডন গোল্ড।
৩২.সাইকেল আবিষ্কার করেন কে?
উঃ-কে. ম্যাকমিলান।
৩৩.ইস্পাত আবিষ্কার করেন কে?
উঃ-হেনরি বেসামার।
৩৪.কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন কে?
উঃ-ডঃ উপেন্দ্রনাথ।
৩৫.পরমাণু বোমা আবিষ্কার করেন কে?
উঃ-অটো হান ও মিটনার।
৩৬.ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন কে?
উঃ-স্যার রোনাল্ড রস।
৩৭.গ্রহদের গতিবেগ আবিষ্কার করেন কে?
উঃ-জ্যোতির্বিদ যোহান কেপলার।
৩৮.স্টেথোস্কোপ যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ-রেনে লেনেক।
৩৯.চশমা আবিষ্কার করেন কে?
উঃ-ডেলা স্পিনা।
৪০.এ্যাটম স্ম্যাশিং থিওরি আবিষ্কার করেন কে?
উঃ-রাদারফোর্ড।
৪১.ডায়নামিক থিওরি অব হিট আবিষ্কার করেন কে?
উঃ-কেলভিন।
৪২.ইলেক্ট্রো ম্যাগনেটিক থিওরি আবিষ্কার করেন কে?
উঃ-জে ম্যাক্সওয়েল।
৪৩.রিফ্রাকশন অফ লাইট লজ আবিষ্কার করেন কে?
উঃ-ডব্লিউ স্নেল।
৪৪.ইলেকট্রন আবিষ্কার করেন কে?
উঃ-জে. জে. টমসন।
৪৫.এ্যামট রকেট আবিষ্কার করেন কে?
উঃ-ডঃ চার্লস কেটারি।
৪৬.টিটেনাস আবিষ্কার করেন কে?
উঃ-নিকোলেয়ার।
৪৭.লাউড স্পীকার আবিষ্কার করেন কে?
উঃ-পিন কেলগ।
৪৮.মিলিটারি ট্যাঙ্ক আবিষ্কার করেন কে?
উঃ-জন. পি. হল্যান্ড।
৪৯.গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ-ডাইমলার।
৫০.অন্ধদের লেখা ও পড়ার কৌশল আবিষ্কার করেন কে?
উঃ-লউলস্ ব্রীলি।
৫১.আধুনিক ফটোগ্রাফীর আবিষ্কার করেন কে?
উঃ-লুই ম্যাকুইস।
৫২.ইলেক্ট্রিসিটি আবিষ্কার করেন কে?
উঃ-বেনজামিন ফ্রাঙ্কলিন।
৫৩.মাইক্রোফোন আবিষ্কার করেন কে?
উঃ-আলেকজান্ডার গ্রাহামবেল।
৫৪.টাইপরাইটার আবিষ্কার করেন কে?
উঃ-ক্রীষ্টোফার লেথাম শোনস।
৫৫.হিলিয়াম গ্যাস আবিষ্কার করেন কে?
উঃ-উইলিয়াম র্যামজে।
৫৬.স্টীম ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ-জেমস ওয়াট।
৫৭.হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন কে?
উঃ-ক্যাভেন্ডিস।
৫৮.কনট্যাক্ট লেন্স আবিষ্কার করেন কে?
উঃ-অ্যাডলফ গ্যাস্টন ইউজেন ফিক।
৫৯.জিপার আবিষ্কার করেন কে?
উঃ-ইলিয়াস হাওয়ে।
৫৮.কৃত্রিম সিল্ক আবিষ্কার করেন কে?
উঃ-জোসেফ ডব্লু সোয়ান।
৫৯.এক্সরে আবিষ্কার করেন কে?
উঃ-রন্টজেন।
৬০.ব্যারোমিটার আবিষ্কার করেন কে?
উঃ-ইভারজেলিস্ট টরিসেলী।
৬১.ডায়নামো আবিষ্কার করেন কে?
উঃ-মাইকেল ফ্যারাডে।
৬২.অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ-ভ্যান লিউয়েন হুক।
৬৩.সোডিয়াম আবিষ্কার করেন কে?
উঃ-স্যার হামফ্রেডেভি।
৬৪.ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উঃ-লিউয়েন হুক।
৬৫.এইচঅাইভি ভাইরাস আবিষ্কার করেন কে?
উঃ-এল. মন্টোগনিয়ার।
৬৬.পিয়ানো আবিষ্কার করেন কে?
উঃ-ক্রিস্টোফারি।
৬৭.ভিডিও গেমস আবিষ্কার করেন কে?
উঃ-নোলান বুশনেল।
৬৮.ফিল্ম আবিষ্কার করেন কে?
উঃ-এডওয়ার্ড মাইব্রিজ।
৬৯.ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন কে?
উঃ-রোজার ব্যাকন।
৭০.ফ্যান আবিষ্কার করেন কে?
উঃ-এস. এস. হুইলার।
৭১.ক্যালকুলেটর আবিষ্কার করেন কে?
উঃ-বেইসি প্যাসকেল।
৭২.জেনারেটর আবিষ্কার করেন কে?
উঃ-ভ্যান ডি. গ্রাফ।
৭৩.ঘড়ি আবিষ্কার করেন কে?
উঃ-সি. হাইজেন্স।
৭৪.কলম আবিষ্কার করেন কে?
উঃ-জন লাউড।
৭৫.ফটোকপি মেশিন আবিষ্কার করেন কে?
উঃ-সি. এফ. কার্লসন।
৭৬.ল্যাপটপ আবিষ্কার করেন কে?
উঃ-বিল মোগারিজ।
৭৭.ক্যামেরা আবিষ্কার করেন কে?
উঃ-জর্জ ইস্টম্যান।
৭৮.রেডিও আবিষ্কার করেন কে?
উঃ-জি. মার্কনি।
৭৯.মাউস আবিষ্কার করেন কে?
উঃ-ডগলাস ইঙ্গেলবার্ট।
৮০.ফ্যাক্স মেশিন আবিষ্কার করেন কে?
উঃ-আলেকজান্ডার বেইন।
৮১.যান্ত্রিক করাত আবিষ্কার করেন কে?
উঃ-স্যামুয়েল জে. বেনস।
৮২.স্টিম টারবাইন আবিষ্কার করেন কে?
উঃ-চার্লস পারসনস।
৮৩.ক্রোনোমিটার আবিষ্কার করেন কে?
উঃ-জন হ্যারিসন।
৮৪.হাইড্রোলিক প্রেস আবিষ্কার করেন কে?
উঃ-জোসেফ ব্রামাহ।
৮৫.রোবট আবিষ্কার করেন কে?
উঃ-জর্জ চার্লস ডেভল।
৮৬.সৌরবিদ্যুৎ আবিষ্কার করেন কে?
উঃ-চার্লস ফ্রিটস।
৮৭.থার্মোমিটার আবিষ্কার করেন কে?
উঃ-গ্যালিলিও গ্যালিলি।
৮৮.এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে?
উঃ-উইলিস এইচ. ক্যারিয়ার।
৮৯.ব্যাটারি আবিষ্কার করেন কে?
উঃ-আলেসান্দ্রো ভোল্টা।
৯০.ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন কে?
উঃ-হ্যান্স বুচ।
৯১.বিদ্যুৎ আবিষ্কার করেন কে?
উঃ-মাইকেল ফ্যারাডে।
৯২.রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে?
উঃ-ওলিভার ইভ্যান্স।
৯৩.রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ-জর্জ স্টিফেনসন।
৯৪.মোবাইল ফোন আবিষ্কার করেন কে?
উঃ-মার্টিন কুপার।
৯৫.টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উঃ-গ্যালিলিও গ্যালিলি।
৯৬.রকেট আবিষ্কার করেন কে?
উঃ-রবার্ট গডার্ড।
৯৭.পিস্তল আবিষ্কার করেন কে?
উঃ-স্যামুয়েল কোল্ট।
৯৮.লিফট আবিষ্কার করেন কে?
উঃ-ই. জি. ওটিস।
৯৯.মেশিনগান আবিষ্কার করেন কে?
উঃ-আর জে গ্যাটলিং।
১০০.গ্যালভানোমিটার আবিষ্কার করেন কে?
উঃ-অ্যান্ডার মেরি অ্যাম্পিয়ার।
১০১.বায়ুনিষ্কান যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ-অটোভ্যান গেরিক।
১০২.পেনিসিলিন আবিষ্কার করেন কে?
উঃ-আলেকজান্ডার ফ্লেমিং।
১০৩.রাবার আবিষ্কার করেন কে?
উঃ-চার্লস ম্যাকিনটোশ।
১০৪.বার্নার আবিষ্কার করেন কে?
উঃ-রবার্ট বুনসেল।
১০৫.ওয়াশিং মেশিন আবিষ্কার করেন কে?
উঃ-আলভা. জে. ফিশার।
Post a Comment