Header Ads

১৯৭১ এর বাংলাদেশ


২রা মার্চ ঃ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন আ. স. ম. আব্দুর রব। তিনি তৎকালীন ডাকসুর ভি.পি. ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে পতাকাটি প্রথম উত্তোলন করা হয়। পতাকাটি ডিজাইন করেন শিব নারায়ণ দাস।

৩রা মার্চ ঃ ১ম স্বাধীনতার ইশতেহার দেয়া হয়। ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়। তোফায়েল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন।

৭ই মার্চ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স একটি মহান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং সমগ্র দেশকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেবার জন্য আহবান জানান। রেসকোর্স ময়দানটি বর্তমানে  সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।

২৩শে মার্চ ঃ ২৩শে মার্চ ছিলো পাকিস্তান দিবস। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলো।

২৫শে মার্চ ঃ ২৫শে মার্চ কালোরাত্রি হিসেবে পরিচিত। একটি ভয়াল ভয়ংকর রাত্রি যেদিন ইতিহাসের নিকৃষ্টতম ও বর্বরতম হত্যাকান্ড ঘটেছিলো নিরীহ বাঙালির উপর। এই অপারেশনটি অপারেশন সার্চলাইট হিসেবে পরিচিত। East Pakistan Rifles (EPR) এবং রাজারবাগ পুলিশ লাইন এই দুটি সশস্ত্র বাহিনী সর্বপ্রথম বিদ্রোহ করে পাকিস্তানি রেজিমেন্টের সাথে এবং তারা বের হয়ে এসে মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে।

২৬শে মার্চ ঃ ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস বলা হয় এর কারণ ২৬শে মার্চ মধ্যরাতের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ২৬শে মার্চ এই ঘোষণাটি সর্বপ্রথম চট্টগ্রাম থেকে এম. এ. হান্নান নামক একজন আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে প্রচার করেন। পরবর্তীতে ২৭শে মার্চ একই ভাষণ জিয়াউর রহমান প্রচার করেন বঙ্গবন্ধুর সপক্ষে।

১০ই এপ্রিল ঃ ১০ই এপ্রিলকে মুজিবনগর দিবস বলা হয় কারণ এ দিন মুজিবনগর সরকার গঠিত হয়। মেহেরপুরের বৈদ্যনাথতলায় এ সরকার গঠিত হয়। এটির অস্থায়ী ক্যাম্প অফিস অবস্থিত ছিলো ৮নং থিয়েটার রোড,কোলকাতা। মুজিবনগরের এ ঘটনাকে চিরজীবী করে রাখতে মানুষের স্মৃতিতে পরবর্তীতে একটি স্মৃতিসৌধ তৈরী হয়। এর স্থপতি তানভীর কবির।

রাষ্ট্রপতি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

অস্থায়ী রাষ্ট্রপতি ঃ সৈয়দ নজরুল ইসলাম

প্রধানমন্ত্রী ঃ তাজউদ্দীন আহমেদ

সরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ঃ এ. এইচ. এম. কামরুজ্জামান

অর্থমন্ত্রী ঃ এম. মনসুর আলী

প্রধান সেনাপতি ঃ কর্নেল এম. এ. জি. ওসমানী

১৭ই এপ্রিল ঃ মুজিবনগর সরকার প্রথম শপথ গ্রহণ করে। এ দিনে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

১৮ই এপ্রিল ঃ প্রথম কোলকাতা মিশনে কোলকাতায় বিদেশী মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়।

১লা আগস্ট ঃ The Concert For Bangladesh এই কন্সার্টটি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। এই কন্সার্টে জর্জ হ্যারিসনের সাথে পণ্ডিত রবি শঙ্কর গান পরিবেশন করেছিলেন।

৬ই ডিসেম্বর ঃ ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।

৭ই ডিসেম্বর ঃ জাতিসংঘের সাধারণ পরিষদে USA যুদ্ধবিরতি দেয়। সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধবিরতিতে ভেটো দেয়। ভেটো দেয়ার কারণে যুদ্ধবিরতি বন্ধ করে দেয়া হয়।

১৪ই ডিসেম্বর ঃ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিন ১৯৭১ সালে অনেক বুদ্ধিজীবী,ডাক্তার,শিক্ষককে তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়। এ দিন শহীদুল্লাহ কায়সার,মুনীর চৌধুরী,গোবিন্দচন্দ্র দেবের মতো অসংখ্য মেধাবী মানুষকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসকে চির স্মরণীয় করে রাখার জন্য শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়।এটি রাজধানীর রায়ের বাজারে অবস্থিত।

১৬ই ডিসেম্বর ঃ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এ দিন বিকেল ৪টা ৩১ মিনিটে ৯১ হাজার সৈন্য নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে জেনারেল নিয়াজী ভারতের জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ পত্র প্রদান করেন এবং জগজিৎ সিং অরোরা আত্মসমর্পণ পত্র গ্রহণ করেন। 

বীরদের তালিকা

বীরশ্রেষ্ঠ ঃ ৭ জন

বীরউত্তম ঃ ৬৮ জন

বীরবিক্রম ঃ ১৭৫ জন

বীরপ্রতীক ঃ ৪২৬ জন

নারী বীরপ্রতীক ঃ ২ জন

বিদেশী বীরপ্রতীক ঃ ১ জন

সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ঃ শহীদুল ইসলাম


মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধুরা

সাংবাদিক ঃ সাইমন ড্রিং

বীরপ্রতীক ঃ ডব্লিউ এস ওডারল্যান্ড

কন্সার্ট ফর বাংলাদেশ ঃ জর্জ হ্যারিসন,পন্ডিত রবি শঙ্কর

সেপ্টেম্বর অন যশোর রোড গানের লেখক ঃ এলেগ গিন্সবার্গ


স্বীকৃতি

প্রথম ঃ ভারত

প্রথম আফ্রিকান ও মুসলিম রাষ্ট্র ঃ সেনেগাল

প্রথম ইউরোপীয় রাষ্ট্র ঃ পূর্ব জার্মানি

সর্বশেষ ঃ চাইনা 

যুক্তরাষ্ট্র ঃ ৪ এপ্রিল,১৯৭২

পাকিস্তান ঃ ২২শে ফেব্রুয়ারি,১৯৭৪


স্মৃতিতে ৭১

মুক্তিযুদ্ধ জাদুঘর ঃ ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত

জাতীয় স্মৃতিসৌধ ঃ ঢাকার সাভারে অবস্থিত;স্থপতি মঈনুল হোসেন

মুজিবনগর স্মৃতিসৌধ ঃ মুজিবনগরে অবস্থিত;স্থপতি তানভীর কবির

অপরাজেয় বাংলাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত;স্থপতি সৈয়দ আব্দুল খালেদ

সংশপ্তক ঃ স্থপতি হামিদুজ্জামান খান

শাবাশ বাংলাদেশ ঃ নিতুন কুন্ডু


গান ও সাহিত্য

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ঃ সুরকার-আপেল মাহমুদ;
গীতিকার-গোবিন্দ হালদার

একাত্তরের দিনগুলি ঃ জাহানারা ইমাম

একাত্তরের ডায়েরী ঃ সুফিয়া কামাল

একাত্তরের চিঠি ঃ সংকলিত গ্রন্থ 



No comments